Mtv বাংলা'য় সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি
- নিউজ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল-Mtv বাংলা'র সম্প্রচার শুরু হচ্ছে খুব শিঘ্রই। (পদ খালি থাকা সাপেক্ষে) জেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি, নিজস্ব সংবাদদাতা, ব্যুরো প্রধান, শিক্ষানবিশ সাংবাদিক, নিউজরুম এডিটর, নিউজ প্রেজেন্টার, বার্তা সম্পাদক, বাণিজ্যিক সম্পাদকসহ, বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে। স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী বা সদ্য উত্তীর্ণরা পদগুলোতে আবেদন করতে পারবেন। অগ্রাধিকার দেয়া সাংবাদিকতা, টিভি/ ফিল্ম/ মিডিয়া স্টাডিজ, বাংলা, ইংরেজি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষার্থীদের। আবেদন প্রক্রিয়া আগ্রহীদের আগামী ১ সপ্তাহের মধ্যে সম্প্রতি তোলা ০১ কপি রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত এবং জাতীয় পরিচয় পত্রের কপি mtvbdinfo@gmail.com এই মেইলে আবেদন করে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মোবাইল: মানব সম্পদ বিভাগঃ ০১৩১৬-১৯৫৪৩০, ০১৭১৫-৭৭৯৪৪৮। বি: দ্র: আগে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। Mtv বাংলা ১৬৮, ওয়াজ উদ্দিন টাওয়ার (৩য় তলা) নিউ এলিফ্যান্টরোড়, হাতিরপুল, ঢাকা-১২০৫। একটি মান্নান কমিউনিকেশনের প্রতিষ্ঠান See Less
Mtv বাংলা'য় সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি
Reviewed by https://rokybulislam.blogspot.com/
on
March 09, 2019
Rating: 5
No comments